কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র ৭৪ তম জন্মদিন কেক কেটে পালন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ফুলবাড়ী বাজারের হাজী মার্কেটে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের মেম্বার এইচএম কামরুজ্জামান মুরাদের আয়োজনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ফুলবাড়ী উপজেলা শাখা, কুড়িগ্রামের ব্যানারে কেক কেটে এ জন্মদিন পালন করা হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহাজান আলী মিয়া বাদশা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক একরামুল হক, সহ যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, দাসিয়ারছড়া ছাত্রলীগের আহ্বায়ক জাকির সরকার, ফুরজান ফাউন্ডেশনের উপদেষ্টা জালাল উদ্দিন সরকার, পরিচালক সাজ্জাদ আলম, ফুরজান ফান্ডেশনের কোষাধক্ষ্য মাসুদ রানা, কাশিপুর ডিগ্রি কলেজে প্রভাষক এরশাদুল হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।