নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বাস্তবায়ন, সমন্বয়, মূল্যায়ন ও আগামী ২২ থেকে ২৯ ফেব্রুয়ারি জাতীয় পুষ্টি সপ্তাহ পালনে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে সৌহার্দ্য-৩ কর্মসূচি, কেয়ার বাংলাদেশ, এমজেএসকেএস ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন এবং CORDAID এর SONGO প্রকল্পের সহযোগিতায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি এ সভার আয়োজন করে।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাশের সভাপতিত্বে পুষ্টি কমিটির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার শুভেচ্ছা বক্তব্য, কমিটির সদস্য সচিব এবং উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা সুমন কান্তি সাহা স্বাগত বক্তব্য ও অন্যান্যদের মধ্যে সাইফুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুমন কান্তি সাহা, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ, SONGO প্রকল্পের কনসালটেন্ট নাজমুল হক প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী, এনজিও কর্মী, উপজেলা পুষ্টি কমিটির সদস্যবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *