ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৩ তম বার্ষিকী ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি লাল পতাকা মিছিল বের হয়ে ফুলবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাচারি মাঠে এসে সমবেত হয়।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ এর ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি কমরেড শাহালমের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বাসদের সমন্বয়ক কমরেড ফুলবর রহমান, সদস্য কমরেড মোনাব্বর হোসেন মিন্টু, এডভোকেট আব্দুল মালেক, এডভোকেট আয়াতুল্লা খামিনী, উপজেলা বাসদের সদস্য সচিব কমরেড রোস্তম আলী, সদস্য নুরনবী নুরু প্রমূখ।