ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
দেশের উত্তরের সীমান্ত ঘেঁষা কুড়িগ্রামের ফুলবাড়ীতে শীতের তীব্রতায় চরম ভোগান্তিতে পড়েছে ছিন্নমূল মানুষ। করোনা আর শীতের প্রভাবে নিম্ন আয়ের গৃহহীন ও ছিন্নমূল মানুষেরা পড়েছে চরম বিপাকে।
‘নিজে গড়বো, অন্যকে গড়তে সাহায্য করবো’ স্লোগানে এইসব শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বিপদের বন্ধু সংগঠন, নেওয়াশী। শনিবার সকাল ১০ টায় উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের দক্ষিণ রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরন কালে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনা ও প্রতিষ্ঠাতা সভাপতি রনি আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ও কালীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ হযরত আলী খন্দকার।
এসময় আরো বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক এনামুল হক বসুনিয়া, সমাজসেবক নিজাম উদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান প্রমূখ।