ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি হাট উচ্চ বিদ্যালয়ে বিশেষ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) বিকেলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৌহিদুল ইসলামের আয়োজনে সহকারী শিক্ষক, ছাত্র/ছাত্রী, অভিভাবক ও গণ্যমান্য ব্যাক্তি বর্গের উপস্থিতিতে ২৬-কুড়িগ্রাম ২-এর মাননীয় সংসদ সদস্য কে সংবর্ধিত করেন।
পরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর-মুক্তিযোদ্ধা আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে, প্রধান অতিথির আসন অলংকৃত করেন ২৬-কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর কুটি চন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম (হিরু), উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহ্বায়ক হারুন অর রশিদ, উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক এনামুল হক বসুনিয়া ও স্থানীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দ।