নুরনবী সরকার নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে সামাজিক স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন ‘মধ্য কাশীপুর যুব ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১ মে) বেলা তিনটায় উপজেলার মধ্য কাশিপুর দ্বিমুখী দাখিল মাদ্রাসা মাঠে ৮০ জন গরীব, অসহায় দুস্থ ও বয়স্ক ব্যক্তির মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ঈদ উপহার হিসেবে ছিল সেমাই, চিনি, দুধ, লাচ্ছা ও বাদাম-কিসমিস।
বিতরণকালে ফাউন্ডেশনের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহাঙ্গীর আলম, ফাউন্ডেশনের সভাপতি হাফিজুল ইসলাম হিরো, সহ-সভাপতি আশিকুল রহমান, সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাফিউল হাসান সাবু, কোষাধ্যক্ষ নাজমুল হাসান শাওন, সদস্য মোখলেছুর রহমান স্বাধীন প্রমুখ উপস্থিত ছিলেন।
ঈদ উপহার পেয়ে ৯০ বছর বয়সী বৃদ্ধা মহিরুন্নেছা ও ষাটোর্ধ্ব হালিমা বেওয়া বলেন, আমরা গরীব মানুষ। ঈদে খুব বেশি একটা আনন্দ উপভোগ করতে পারিনা। আমাদের এলাকার ছেলেরা এভাবে তাদের নিজেদের টাকায় আমাদেরকে ঈদের আনন্দ উপহার দিল। আমরা নামাজ পড়ে সকলের জন্য দোয়া করব।