নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধন এর আয়োজনে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা এবং নতুন স্বেচ্ছাসেবকদের নবীনবরন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় উপজেলার বালারহাট আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে নাওডাংগা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হাছেন আলী ও ইউনিয়নের সকল নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত অনুঠানে নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বন্ধনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মোঃ আতাউর রহমান শেখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাই, নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হানিফ, বালার হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌরেন্দ্র গোস্বামী, বালার হাট আদশ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা রক্তের বন্ধন সংগঠনের সমাজের বঞ্চিত ও দুঃস্থ মানুষদের সেবা প্রদান সহ অন্যান্য সামাজিক সেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। সংগঠনটিকে আরো এগিয়ে নিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন উপস্থিত অতিথিবৃন্দ।