ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থা’ এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৩ আগস্ট দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছিল। একই দিনে উপজেলা ব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে উপজেলার ৬ ইউনিয়নের স্বেচ্ছাসেবক টীমের মাঝে ১০০টি ফলজ বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছিল।

তারই সূত্র ধরে বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল দশটায় শাহ বাজার উচ্চ বিদ্যালয় মাঠে ফলদ বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্ল্যাহ মিয়া, অবসর প্রাপ্ত সেনাসদস্য হাসান আলী, বড়ভিটা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নুর মোহাম্মদ মিয়া, বিদ্যালয়টির প্রধান শিক্ষক বেলাল হোসেন, সহকারী প্রধান শিক্ষক তৌহিদুল হক পোদ্দার কাষ্টম, প্রভাষক জাকারিয়া মিয়া, আজাদ আলী বকসী, নজরুল ইসলাম, বোস্তামী আলম লায়নসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *