রফিকুল হায়দার, স্পেশাল প্রতিনিধি, কুড়িগ্রাম।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হিন্দু স্কুল ছাত্রীকে অপহরন নয়, দীর্ঘ ৪ বছরের প্রেমের পর প্রেমিকের হাত ধরে ঘর ছাড়ে তরুণী। পরে ভিকটিমের বাবা ফুলবাড়ী থাকায় অপহরণের অভিযোগ করলে ১২ ঘন্টার মধ্যে প্রেমিক প্রেমিকাকে আটক করে পুলিশ।
শুক্রবার ( ২০ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম বিজ্ঞ আদালত প্রেমিককে জেল হাজতে প্রেরণ ও স্কুল ছাত্রীকে সেফ কাস্টুডিওতে পাঠানো হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার ভিকটিমের বাবা থানায় মেয়ে অপহরণের অভিযোগে মামলা করেন।
পুলিশ জানায়, ওই স্কুল ছাত্রী সাথে উপজেলার কাশিপুর অনন্তপুর গ্রামের আলিনুরের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। টানা ৪ বছর ধরে চলে তাদের সম্পর্ক। ভিন্ন ধর্মের হওয়ায় এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারে একাধিক বিচার শালিস হয়। পরে গতকাল প্রেমিক আলিনুরের হাত ধরে পালিয়ে যায় তরুণী। পরে ভিকটিমের বাবার অভিযোগের প্রেক্ষিতে ১২ ঘন্টার মধ্যে ছাত্রীসহ অভিযুক্ত আলিনুরকে নাগেশ্বরী উপজেলা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, দীর্ঘদিনের প্রেমঘটিত একটি বিষয় যা কোন সাম্প্রদায়িক ইস্যু নয়। আমরা ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। তারা বিজ্ঞ আদালতে জবানবন্দি দিয়েছে। তারা প্রেমের টানে ঘর ছাড়ে।