ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ‘ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাব’ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার সকাল দশটায় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবে গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৯ এর ‘গ’ ধারা অনুযায়ী গঠিত তিন সদস্যের নির্বাচন কমিটি ফুলবাড়ী উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা গীতিকার তৌহিদ-উল ইসলাম, ভারত চন্দ্র রায় ও এম এস সাগর উক্ত নির্বাচন পরিচালনা করেন।
নির্বাচনে দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার ফুলবাড়ী প্রতিনিধি উত্তম কুমার মোহন্তকে সভাপতি, এশিয়ান টেলিভিশন ও দৈনিক মানবকণ্ঠের জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
এ সময় দৈনিক ভোরের পাতা পত্রিকার প্রতিনিধি জাকারিয়া শেখ, দৈনিক সবুজ নিশানের নূরনবী মিয়া, দৈনিক মুক্ত খবর এর সরকার মনোয়ার পাশা, দৈনিক খবরপত্রের মাহবুব রহমান সুমন, আরিফুল ইসলাম, শরিফুর রহমান শাওন, আরিফুল ইসলাম আরিফ সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।