স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে অগ্নিকান্ডে ৬টি বাড়ির ৮টি ঘর, নগদ টাকা, কৃষি পণ্যসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার দুপুরে উপজেলার সীমান্তবর্তি ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা চেষ্টা করে ফায়ার ব্রিগেড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে সবকিছু পুড়ে প্রায় ১০ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে। এসময় আহত হয়েছেন ২জন।
একজনকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় হাবিবুর রহমান হাবিব ও রমজান আলী জানান, ধর্মপুর গ্রামের সবুর আলীর ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন রমজান, হুজুর আলী, আঃ রশিদ, জব্বার আলী ও তুষ্ট পাগলীর ঘরে ছড়িয়ে পড়ে। এসময় হুজুর আলী ও জব্বার আহত হন।
এরমধ্যে হুজুর আলীকে ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কাশিপুর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল জানান, আমি ঘটনাস্থলে রয়েছি।
এরা সবাই গরীব পরিবার। সাধ্যমত তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে।