কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে পুলিশ ও বিজিবির পৃথক দুটি যৌথ অভিযান চালিয়ে ৫ টি ভারতীয় গরু এবং ৩২০ প্যাকেট ভারতীয় জিরাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের ভেল্লিরতল সীমান্ত এলাকার এক বাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে জিরাসহ এক চোরাকারবারি এবং ভুরিয়ারকুটি সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে গরুসহ আরেক চোরাকারবারিকে আটক করা হয়। 

আটকৃতরা হলেন, কাশিপুর ইউনিয়নের ভেল্লিরতল সীমান্ত এলাকার মনির হোসেনের ছেলে জিরা চোরাকারবারি গোলাম মোস্তফা এবং শিমুলবাড়ী ইউনিয়নের নন্দীরকুটি সীমান্ত এলাকার নুর ইসলামের ছেলে গরু চোরাকারবারি হাফিজুল ইসলাম। 
গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ভেল্লিরতল সীমান্ত ও শিমুলবাড়ী ইউনিয়নের নন্দীর কুটি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায় । এসময় ভেল্লিরতর সীমান্ত এলাকার গোলাম মোস্তফার বাড়ী থেকে ১১ টি বস্তায় মোট ৩২০ প্যাকেট ভারতীয় জিরা উদ্ধার করে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধার জিরাগুলোর আনুমানিক মুল্য আড়াই লাখ টাকা।

অন্যদিকে শিমুলবাড়ী ইউনিয়নের নন্দীর কুটি সীমান্ত দিয়ে ভারত থেকে গরু এনে বাড়ীতে লুকিয়ে রাখায় চোরাকারবারি হাফিজুল ইসলামকে ৫ টি ভারতীয় গরুসহ হাতেনাতে গ্রেফতার করে অনন্তপুর বিজিবির টহল দল।  আটক গরু ৫ টির আনুমানিক মুল্য দুই লাখ টাকা। 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ ও অনন্তপুর বিজিবির পক্ষ থেকে জানানো হয় চোরাচালান আইনে মামলা দায়ের করে আটক চোরাকারবারীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত গরু  ও জিরাগুলো কাস্টমসে জমা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *