ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
ফুলবাড়ীতে কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য,ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতনকে লাঞ্ছিত করার প্রতিবাদে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফুলবাড়ী উপজেলা সদরে এ হরতাল কর্মসূচী পালন করে আহাম্মদ আলী পোদ্দারের সমর্থকরা। এ সময় উপজেলা সদরে যানবাহন চলাচল সহ দোকানপাট বন্ধ ছিল।
জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মাঝি পাড়া গ্রামে একটি সালিশ বৈঠকে আহম্মদ আলী পোদ্দারকে শারিরীকভাবে লাঞ্ছিত করে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান। এতে তিনি অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তার সমর্থকরা মঙ্গলবার রাতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে। একজন প্রবীণ রাজনৈতিক নেতাকে লাঞ্ছিত করার প্রতিবাদে বুধবার ফুলবাড়ী উপজেলা সদরে অর্ধদিবস হরতালের ডাক দেন তারা। হরতাল চলাকালে তিণকোনা মোড়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে ফুলবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক জাকারিয়া মিয়া,বড়ভিটা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুর মোহাম্মদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল খালেক বসুনিয়া, কৃষকলীগের সাঃ সম্পাদক আব্দুল লতিফ বক্তব্য রাখেন।
ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক মিলন জানান, উপজেলা ছাত্রলীগের জরুরী সভা ডাকা হয়েছে। এ ব্যাপারে সভায় সিদ্ধান্ত নেয়া হবে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান,হরতালকারীরা শান্তিপূর্নভাবে হরতাল পালন করেছে। তবে লাঞ্ছিতের ঘটনায় এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন