কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় চার জুয়াড়ী এবং ১২ পিস ইয়াবাসহ এক ওয়ারেন্টভুক্ত মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে, শনিবার সন্ধ্যায় উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার টনকার মোড় এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আশরাফুল হকের (৪৭) বাড়ীতে অভিযান চালায় ফুলবাড়ী থানা পুলিশ। এ সময় তার বাড়ীর পার্শবর্তী সুপারী বাগান থেকে ১২ পিস ইয়াবা ও একটি স্মার্ট ফোনসহ তাকে আটক করা হয়।

আটকৃত আশরাফুল হক ছিট চন্দ্রখানা বানিয়াটারী গ্রামের আফজালুল হকের ছেলে।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ, কুড়িগ্রাম এর অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *