হুমায়ুন কবির সূর্য্য, কুড়িগ্রাম থেকে ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বুলবুল আহম্মেদ (৩০) ও তার সহযোগী আশরাফুল হক (৩৯) কে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিশেষ টিম। এসময় তাদের কাছ থেকে ৩০ পিচ ইয়াবা জব্দ করা হয়। রোববার সকাল সাড়ে ৭টায় উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের জোতিন্দ্র নারায়ণ এলাকা থেকে তাদের আটক করা হয়। বুলবুল আহম্মেদ কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও আজোয়াটারী গ্রামের মনির উদ্দিনের পূত্র। তার সহযোগী একই গ্রামের গোলাম মোস্তফার পূত্র।
এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমদাদুল হক মিলন জানান, বিতর্কিত কর্মকান্ডের জন্য গত ২৩ জুলাই বর্ধিত সভা ডেকে কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। বুলবুল আহম্মেদের বিরুদ্ধে এর আগেও মটর সাইকেল চুরির অভিযোগ রয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে কুড়িগ্রাম জেলা মাদক দ্রব্যনিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় আটক দুই জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে। (মামলা নং-১৯)।