ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ২নং তালুক শিমুলবাড়ী ওয়ার্ডের ইউপি সদস্য পদের উপ-নির্বাচন আগামী ১৬ এপ্রিল/১৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলা নির্বাচন অফিস কর্তৃক এ উপলক্ষে সকল প্রস্তুতি গ্রহন করা হচ্ছে। নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দী প্রার্থীদের প্রচার-প্রচারনাও চলছে পুরোদমে। ওই ওয়ার্ডের রাস্তাঘাট,চায়ের দোকান,ক্ষেত খামার সর্বত্রই এখন চলছে নির্বাচনী আলাপ আলোচনা।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ২০১৬ সালের ইউপি নির্বাচনে ওই ওয়ার্ডের মৃত কেতাই মামুদের পুত্র ছফর আলী দ্বিতীয় বারের মত ইউপি সদস্য নির্বাচিত হন। কিন্তু শপথ নেয়ার আগেই ৫ জুন/২০১৬ তারিখে মারা যান তিনি। নির্বাচিত ইউপি সদস্য ছফর আলীর মৃত্যুতে সদস্য শুন্য হয় ওই ওয়ার্ডটি। ফলে নির্বাচন কমিশন গত ৮ মার্চ/২০১৭ ওই ওয়ার্ডে সদস্য পদে উপ-নির্বাচনের তফশীল ঘোষনা করে। ঘোষিত তফশীল অনুযায়ী ৪ জন প্রতিদ্বন্দী প্রাথী নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন। প্রাথীরা হলেন, মোঃ মানিক খন্দকার-নলকুপ, মোঃ আবেদ আলী-তালা, মোঃ জয়নাল আবেদীন সাবুল-ফুটবলএবং মৃত ছফর আলীর স্ত্রী মোছাঃ ছপিয়া বেগম- মোরগ মার্কা।
উপজেলা নির্বাচন অফিসার হাওলাদার কামরুল ইসলাম জানান, ওই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২০৪০ জন। এদের মধ্যে ৯৯৪জন পুরুষ এবং ১০৪৬ জন মহিলা। আগামী ১৬ এপ্রিল তালুক শিমুলবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। আশা করছি নির্বাচন সুষ্ঠ হবে।