নিজস্ব প্রতিবেদকঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গলায় ফাঁস দিয়ে মাদকাসক্ত এক যুবক আত্নহত্যা করেছে। বৃহস্পতিবার(২৫ জুন) বিকালে উপজেলার কুরুষা ফেরুষা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মজনু মিয়া (২২)। তিনি ওই গ্রামের উকিল মিয়ার ছেলে।
নিহতের চাচা মহসীন আলী জানান, বুধবার রাতে মজনু নেশাগ্রস্ত হয়ে নিজ স্ত্রীকে মারধর করেন। মারধরের কথা মজনুর স্ত্রী বাপের বাড়ীতে জানালে বৃহস্পতিবার দুপুরে তার মা এসে মেয়েকে নিয়ে যান। এসময় মজনু বাড়ীতে ছিলেন না। বাড়ী ফিরে স্ত্রী চলে যাওয়ার কথা শুনে ঘরে ঢুকে শুয়ে পড়েন। অনেকক্ষন কোন সাড়াশব্দ না থাকায় বাড়ীর লোকজন দরজা ঠেলে ঘরে ঢুকে আড়ের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।