ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে টাকা গুনে দেয়ার কথা বলে এক বয়স্ক মহিলার টাকা হাতিয়ে নিয়ে টাকার বদলে কাগজ গুঁজে দিয়ে পালিয়েছে প্রতারক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে ফুলবাড়ী গ্রামীণ ব্যাংকের সামনে।
জানা যায়, উপজেলার চর ধনীরাম এলাকার সহিদুল ইসলামের স্ত্রী শেফালী বেগম গ্রামীণ ব্যাংক থেকে ৪০ হাজার টাকা লোন উত্তোলন করেন। ব্যাংক থেকে বের হতে এক প্রতারক এসে টাকা জাল কিংবা কম আছে বলে চেক করে দিতে চেয়ে টাকাগুলো নেয়। পরে ওই প্রতারক টাকার পরিবর্তে টাকার মত বান্ডিল করা কাটা কাগজ ব্যাগে ঢুকিয়ে দিয়ে পালিয়ে যায়।