নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
নানা আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১লা জানুয়ারী ২০২২) উপজেলা জাতীয় পার্টির আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে শতশত নেতাকর্মী বাদ্যযন্ত্র বাঁজিয়ে র্যালীতে অংশ গ্রহন করেন। এসময় নেতাকর্মিরা জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনামলের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরে শ্লোগান দিতে থাকেন। র্যালীটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ মাঠে সমাবেত হয়ে আলোচনা সভায় অংশ নেয়।
আলোচনায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি মইনুল হক এর সভাপতিত্বে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আজিজার রহমান মাস্টার, জাতীয় পার্টির নেত্রী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতী বেগম, জাতীয় পার্টির নেতা হবিবর রহমান প্রামানিক, জামাল উদ্দিন বিএসসি, মাহফুজার রহমান শেখ, মোস্তাক আহম্মেদ, মইনুল হক খন্দকার, শাহানুর রহমান, নাজমুল হোসাইন, হারুন অর রশিদ হারুন সহ আরো অনেকে বক্তব্য রাখেন।