নুরনবী সরকার, স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনাভাইরাসে অসহায় হয়ে পড়া ৩২ জন মানব পাচারের শিকার হওয়া ব্যক্তির মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার(১১ জুলাই) দুপুরে কাশিপুর ইউনিয়নের ঘুঘুর হাট,বাজারে ফুলকুঁড়ি অনির্বাণ যুব উন্নয়ন সংঘের আয়োজনে নিজ কার্যালয়ে আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে ইউ এস এ আই ডি ও উইনরক ইন্টারন্যাশনাল এর আর্থিক সহযোগিতায় ‘বাংলাদেশ কাউন্টার ট্রাফিকিং-ইন-পারসনস্'(বিসি / টিআইপি) প্রকল্পের আওতায় মানব পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন ও বাল্যবিবাহ প্রতিরোধে ২০১৭ সাল থেকে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিতরণকালে উপস্থিত ছিলেন, কাশিপুর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল, কাশিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম, বিসি / টিআইপি প্রকল্পের-প্রজেক্ট অফিসার ফরহাদ আলম, ফুলকুঁড়ি অনির্বাণ যুব উন্নয়ন সংঘের সভাপতি আলমগীর হোসেনসহ আরো অনেকে।