ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে উপজলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছ বাংলাদেশ শিক্ষক সমিতি ফুলবাড়ী উপজেলা শাখা। সোমবার ৫ অক্টোবর সকাল ১১ টায় ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক- কর্মচারীরা উপজেলা পরিষদ চত্বরে সমাবেত হয়ে জাতীয়করণের দাবী সম্বলিত এ স্মারক লিপি প্রদান করেন।
এ সময় বাংলাদেশ শিক্ষক সমিতি ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মোঃ জামাল উদ্দিন বিএসসি, সচিব মোঃ মোরশদ আলম, কুটিচদ্রখানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম হিরু, ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানাই লাল সেন, পশ্চিম ফুলমতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজার রহমান, গংগারহাট এম এস উচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল ইসলাম, উত্তর শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুর রহমান সাবু এবং বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌরেন্দ্র নাথ গোস্বামী পল্টু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।