ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
“কন্যা শিশু বোঝা নয়, সুযোগ দিলে সম্পদ হয় ” এ প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাল্য বিবাহের ঝঁুকিপূর্ণ শিশু ও পরিবার সমূহের সরকারী বেসরকারী সুবিধা প্রাপ্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস(বিবিএফজি) প্রজেক্টের বাস্তবায়নে,সিডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক ও কারিগরী সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে এসময় মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ সোহেলী পারভীন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজিব কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম, বিবিএফজি প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী ঝরনা বেগম বক্তব্য রাখেন।