এস এম আসাদুজ্জামান,ফুুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে শাহজামাল(৪০) নামের একজনের মৃত হয়েছে। জানাগেছে, গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় নিজ বাড়ীর দেয়ালে পানি দেয়ার জন্য পাম্পের সংযোগ দেয়ার সময় বিদ্যুতায়িত হলে এ র্দুঘটনা ঘটে। পরে ওই ব্যক্তি সঙ্গা হারিয়ে ফেললে তার আত্মীয় স্বজনেরা দ্রুত নাগেশ্বরী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃতশাহজামাল মিয়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে। কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন ওই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।