ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক চিহ্নিত ভুমিদস্যু কর্তৃক অসহায় পরিবারের জমি জবরদখলের সময় রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ ছয়জন আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের মৃত টইসা মামুদের ছেলে মজিবর রহমান পৈত্রিক সূত্রে প্রাপ্ত চল্লিশ শতক জমি দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছে। কিছুদিন আগে মজিবর রহমান ওই জমিতে আমন ধান রোপন করেন। ওই জমির উপর একই গ্রামের মৃত জাজিম উদ্দিনের ছেলে চিহ্নিত ভুমিদস্যু,সরকারী ত্রানের ঢেউটিন আতœসাত করে সেনাবাহিনীর হাতে আটক সাবেক ইউপি সচিব আব্দুল জলিলের কুনজর পরে। বুধবার সকাল সাতটায় ভুমিদস্যু আব্দুল জলিল লোকজন নিয়ে ওই জমির দখল করতে আসলে মজিবর রহমান বাধা দেন। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে মজিবর রহমান (৪৫),তার স্ত্রী হাসনা বেগম (৪০), ছেলে হারুন (২৮) ছেলের বউ লিপি বেগম (২৫), আব্দুল জলিল(৬৫) তার ভাই আব্দুল লতিফ(৫০) আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান, দুই পক্ষই মালিকানা দাবী করায় জমিতে ১৪৪ ধারা জারি করা হয়। নিষেধাজ্ঞা ভঙ্গ করে জলিল জমিতে যাওয়া ঠিক করেনি। তাই মজিবরকে আদালতে মামলা করার পরামর্শ দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন