ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতে তিন জুয়ারীর ১ মাস করে জেল দিয়েছেন উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট দেবেন্দ্র নাথ উরাঁও। গতকাল সোমবার দুপুর ১২ টায় আটক ওই তিন জুয়ারীকে ভ্রম্যমান আদালতে তাদের এ সাজার রায় দেন।
জানাগেছে, রোববার রাত ১০টায় ফুলবাড়ী থাানার অফিসার ইন্চার্জ(ওসি) খন্দকার ফুয়াদ রুহানীর নেতেৃত্বে একদল পুলিশ উপজেলার মধ্য রাবাইতারী সরকারপাড়া গ্রামের ধান ক্ষেতের পাশে পরিত্যক্ত টিনসেড ঘর থেকে জুয়া ওই তিন জুয়ারীকে জুয়ার সরঞ্জাম সহ আটক করে। আটককৃত জুয়ারীরা হলেন- রাবাইতারী গ্রামের মৃত ডাঃ হেফাজ উদ্দিনের পুত্র সামীম চৌধুরী(৩০) একই গ্রামের ইয়াকুব আলীর পুত্র আশরাফ(২৯) ও মৃত মমিন মিয়ার পুত্র জুয়েল(৩০)।