ফুলবাড়ী প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার পূর্বধনিরাম এলাকা থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত যুবকের নাম নুর আমিন (২২)। নুর আমিন ডিস লাইনের শ্রমিকের কাজ করেন। তিনি ঐ এলাকার আদম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, নুর আমিন দুই বছর আগেই রংপুরের মিরবাগ এলাকায় বিয়ে করেন। তার একটি পুত্র সন্তানও আছে। কয়েকদিন থেকে স্বামী-স্ত্রীর মধ্যে সামন্য কথাকাটি হয়। এক পর্যায়ে নুর আমিনের স্ত্রী বাবার বাড়ীতে যায়। একাধিকবার ফোন স্ত্রীকে বাড়ীতে আসতে বললেও অভিমানী স্ত্রী আসেনি। এ নিয়ে তিনি চরম মানসিক দুচিন্তায় পড়েন। এক পর্যায়ে স্ত্রীর সঙ্গে অভিমান করে রাতের আধাঁরে গলায় ওড়না পেঁচিয়ে ধরনার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে নুর আমিন।

সোমবার সকালে তার মা ঘর ঝাঁড় দিতে গিয়ে ছেলের ঝুঁলন্ত লাশ দেখতে চিৎকার করে। মুহুতের মধ্যে এলাকাবাসী নুর আমিনের ঝুঁলন্ত লাশ দেখতে ভিড় জমায়। পরে খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘর্টনাস্থলে গিয়ে যুবকের ঝুঁলন্ত লাশ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার এস আই রাহাত আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *