জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আসন্ন সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গােৎসব সামাজিক সম্প্রীতি বজায় রেখে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালনের লক্ষ্যে ইউনিয়ন সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার বড়ভিটা ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সামাজিক সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস। বিশেষ অতিথি ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি ফজলুর রহমান।
সমাবেশে বড়ভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সরকার সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গাপূজায় সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ও সমাজে সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে নানা বিষয়ে আলোচনা হয়।