ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে রহস্যজনক ভাবে মোশাররফ হোসেন লিমন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রামের মকবুল হোসেনের ছেলে। ওই যুবক স্ত্রীকে আনতে শশুরবাড়ী যাওয়ার পথে একটি রাইস মেইলের চাতালে অজ্ঞান হয়ে পরে থাকতে দেখে স্থানীয় লোকজন তার শশুরবাড়ীতে খবর দেয়। পরে তারা অসুস্থ্য মোশাররফকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনার পর পুলিশ স্বজনদের বাড়ী থেকে মরাদেহ উদ্ধার করে ফুলবাড়ী থানায় নিয়ে আসে। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়।

স্থানীয় লোকজনের কাছে জানা যায় দেড় বছর পূর্বে মোশাররফ হোসেন লিমনের সাথে পাশ্ববর্তী ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি কাশিয়াবাড়ী গ্রামের আশরাফুল আলমের মেয়ে রাশিদা খাতুনের বিয়ে হয়। গত এক সপ্তাহ পূর্বে লিমন স্ত্রীকে শশুরবাড়ীতে রেখে আসে। ২৫ অক্টোবর রাত ৮টার দিকে স্ত্রীকে আনতে মটর সাইকেলে শশুরবাড়ীর উদ্দেশ্যে যায়। রাত প্রায় ১১টার দিকে শশুরবাড়ী থেকে একশ গজ দূরে ফুলবাড়ী-বালাহাট সড়কে পানিমাছকুটি এলাকায় একটি চাতালে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়।

মৃতের শশুরবাড়ীর লোকজন জানান, স্থানীয়রা একটি চাতালে মোশারফকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে তাদের বাড়ীতে খবর পাঠায়। আমরা দ্রুত চাতাল থেকে উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করি। ঘটনাটি লিমনের বড় ভাই গোলাম মোস্তফাকে জানানো হয় করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়। পরে দুপুর ১টার দিকে ময়না তদন্তের জন্য লাশ কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *