ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে সাড়ে ১৫ কেজি গাঁজা সহ এক চোরাকারবারীকে আটক এবং বিজিবি’র সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে ৩৭৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। বুধবার দুপুরে আটক চোরাকারবারীকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর খামারটারী গ্রামের আব্দুল হালিমের ছেলে চোরাকারবারী এরশাদ আলীর (৩৫) বাড়ী তল্লাশী করে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল এস এম তৌহিদুল-আলম জানান, অনন্তপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা বুধবার সকালে অনন্তপুর সীমান্তের ৯৪৬ নম্বর মেইন পিলারের ৩ নম্বর সাব পিলার থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়ইতলা এলাকায় এক মাদক চোরাকারবারীরে ধাওয়া করে। এ সময় ওই চোরকারবারী ফেন্সিডিলের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি’র সদস্যরা ৩৭৪ বোতল ফেন্সিডিল জব্দ করে ক্যাম্পে নিয়ে আসে।