কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধণিরাম জনুদ্দির বাজার এলাকায় জুয়া খেলারত অবস্থায় ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আটককৃতদের জুয়া আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃত জুয়াড়িরা হলেন- উপজেলার কিশামত প্রাণকৃষ্ণ গ্রামের মৃত আফছার আলীর ছেলে আকবর আলী (৪১), মৃত নুরল হকের ছেলে আব্দুল গফুর (৫০), পশ্চিম ধণিরাম গ্রামের মৃত বয়তুল্লার ছেলে বাবুল হোসেন (৫১), মৃত আব্দুল মজিদের ছেলে আব্দুল খালেক (৪১) এবং জোতকৃষ্টহরি গ্রামের উমর আলীর ছেলে ইমাম আলী (৩৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধণিরাম জনুদ্দির বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় বাজার সংলগ্ন একটি পুকুর পাড়ে তাসের মাধ্যমে জুয়া খেলারত অবস্থায় পাঁচ জুয়াড়িকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই সেট তাসসহ নগদ দুই হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, আটককৃতদের নামে মাদক মামলা দায়ের করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।