মোঃ আশতাব হোসেন
সঙ্গে নিয়ে এসেছিলে হে বসন্ত
বাংলা মা’কে দেয়ার জন্য ভাণ্ড ভরে,
উজাড় করে তা ঢেলে দিয়ে সবই
ক’দিন পর যাবে তুমি শূন্য হাতে ফিরে।
অন্যদের মতো দিতে ব্যর্থ যোগ্য সম্মান
কোন ছন্দে লিখব? পারিনি যে কবি হতে
বরণ করেছে সবাই তোমায় নেচে গেয়ে,
রাগ করোনা বিদায় বেলায় আমার সাথে।
অধিক লজ্জায় লাল হয়ে তাই বিমূঢ় আমি
যাবার বেলায় কি দিব রাজ তোমার হাতে,
শুধু দিচ্ছি তোমারই আনা পুষ্প তুলে
খুশি হবে রাজ এই আশাতে মালা গেঁথে।
অভিমানে ক্ষেপে গিয়ে তুচ্ছ ভেবে
গন্তব্যে তোমার রাজকীয় ফেরার কালে,
আমার দেয়া উপহার নগণ্য মনে করে
চটে গিয়ে দিওনা কিন্তু ছুঁড়ে ফেলে।
তা হলে যে অপরাধী হয়ে কষ্ট পাব
নীল বর্ণ ধারণ করে কষ্ট রবে হৃদয় মাঝে,
জমাটবদ্ধ সে সব কষ্ট দেখতে পাবে
ফিরে আবার আসবে যখন বছর ঘুরে।