কবি -মোঃ আমির হোসেন
মহাগ্রন্থ আল কুরআনের
প্রথম বাণী পড়
পড়লে তুমি জীবনে
হবে অনেক বড়।
জ্ঞানের আলো ছড়িয়ে দিতে
করতে হবে পাঠাভ্যাস
জ্ঞান বিনে তোর জীবন খানা
হয়ে যাবে সর্বনাশ।
ভালো মানুষ হতে হলে
পড়তে হবে বই
বই যে সবার প্রিয় বন্ধু
তাই বইয়ের সাথী হই।
বই কখনো যায়না ছেড়ে
সদা সাথে রয়
জ্ঞান গরিমায় বেড়ে উঠে
করতে হবে জয়।
দুরকে সে নিকট কর
পরকে কর আপন
জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে
গড়ি আলোর ভূবণ।
আলোকিত মানুষ বিনে
সমাজ রাষ্ট্র অন্ধকার
বই হোক সবার জীবন সঙ্গী
দুর হয়ে যাক সকল আঁধার।।