আল মোজাহিদ বাবু বকশীগঞ্জ প্রতিনিধি।।
জামালপুরের বকশীগঞ্জে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার উদ্যোগে গ্রাহক ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৭ ফেব্রুয়ারি দুপুরের নঈম মিয়া বাজারে তাবিব প্লাজা গ্রাহক ও শুভানুধ্যায়ী সমাবেশে সঞ্চালক ও উদ্বোধক ইসলামী ব্যাংক এজেন্ট শাখার স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী সোহেল রানা।
এসময় ইসলামী ব্যাংক বকশীগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেন ফুয়াদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসবারে বক্তব্য রাখেন বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেকুর রহমান প্রামাণিক মাসুম, এসময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন নুরুল আফসার (এসপিও) হেড অফিস, নিলক্ষিয়া পাবলিক কলেজের প্রিন্সিপাল মশিউর রহমান রন্জু,
বীরমুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন , আশরাফুল আলম সিদ্দিকি অফিসার ইসলামি ব্যাংক বকশীগঞ্জ শাখে, ডাঃ ইউসুফ, হুমায়ন আহম্মেদ শাহজাহান প্রমূখ।