ফিরোজ আল মুুজাহিদ, বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১ টায় বকশীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় বকশীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) আ.স.ম.জামশেদ খোন্দকারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রহিম, সহকারী শিক্ষা কর্মকর্তা সরোয়ার জাহান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু , উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, উন্নয়ন সংঘের এফএফ নাসরিন আক্তার।
আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , জনপ্রতিনিধি, সুশীল সমাজ, স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ৬ জন দরিদ্র নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।