ফিরোজ আল মুজাহিদ,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এক নারী (৫৬)। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত আছেন। তার বাড়ি বকশীগঞ্জ পৌর এলাকার ধুমালী পাড়া গ্রামে।তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়াটারে থাকতেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ওই নার্সের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসলে করোনার বিষয়টি ধরে পড়ে।
জানা গেছে, গত ৭ এপ্রিল বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্সের (৫৬) নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। একই সঙ্গে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের আরো কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয়।
বৃৃহস্পতিবার সন্ধ্যায় ওই নার্সের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকতার্গণ জুরুরী বৈঠকে বসেন।
বৈঠক শেষে করোনায় আক্রান্তের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী।
নমুনা সংগ্রহের দিন পর্যন্ত ওই নার্স হাসপাতালে কর্মরত ছিলেন।
করোনায় শনাক্ত হওয়ার পর রাতেই আক্রান্ত ওই নার্সকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসুলেশন ইউনিটে পাঠানো হয়েছে।
একই সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সব কোয়াটার লকডাউন করা হয়েছে এবং হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা সীমিতভাবে চালু রাখা হয়েছে।