বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে একটি অটো রিকশায় তল্লাশি চালিয়ে ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১২ এর সদস্যরা।
শনিবার রাতে পৌর শহরের তিনানী পাড়া এলাকা থেকে একটি অটো রিকশা থেকে ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, র্যাব-১২ (সিরাজগঞ্জ) এর একটি দল শনিবার রাতে পৌর এলাকার তিনানী পাড়া একটি অটো রিকশায় তল্লাশি চালায় ।
এ সময় অটো রিকশা থেকে ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার পূর্ব বদরপর গ্রামের জসিম উদ্দিনের ছেলে নূরনবী (৪১) ও একই উপজেলার মরিচাকান্দি গ্রামের শাহাদতের ছেলে মিনহাজ মিয়া (৩২) ।
র্যাব-১২ এর পুলিশ পরিদর্শক ইয়াদুল ইসলাম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় রোববার সকালে একটি মামলা দায়ের করেছেন।