নিজস্ব প্রতিবেদকঃ
বগুড়ায় র্যাব-১২ ক্যাম্পের একটি আভিযানিক দল গত (২৫ এপ্রিল) রবিবার সকাল ০৮.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন লাহেড়ীপাড়া ইউনিয়নের বুগাইপুর গ্রামের পীরগাছা টু মাটিঢালী গামী রাস্তায় শোলাগাড়ী নামক স্থানে ব্রিজের উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। আসামী ১। মোঃ মনির হোসেন (৩২) পিতা-মৃত জাহাঙ্গীর আলম, সাং- আদিলপুর, থানা ও জেলা- লক্ষিপুর, ২। মোঃ বাদল রহমান (২৭) পিতা- মৃত মোখলেছার রহমান সাং- বিপুল মাগুড়াপাড়া, ৩। মোঃ ওবায়দুল (৩০) পিতা- মৃত হাবিবর রহমান সাং- বুজরু বালশিরা, ৪। মোঃ সোহেল রানা (২১) পিতা- মোঃ দেলোয়ার হোসেন সাং- শিয়ালা সর্ব থানা- বিরামপুর ও জেলা-দিনাজপুর’দেরকে ৪১৭ বোতল ফেন্সিডিল, ১ টি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৫-৯২১৯), ৬টি মোবাইল, ৯ টি সীমকার্ড এবং ২,৮০০/- টাকাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে ।