ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সোমবার সকাল ১১ টায় ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতা-কমর্ীরা। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক ও বাসষ্ট্যান্ড প্রদক্ষিণ করে জামতলা মোড় নামক স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে ভাস্কর্য অবমাননার তীব্র নিন্দা জ্ঞাপন করে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নূরুন্নবী চৌধুরী। এসময় নেতা-কমর্ীরা ভাস্কর্য অবমাননার সাথে জড়িতদের শাস্তি দাবী করেন।