নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬জুন) সকালে দিবসটি উপলক্ষে পদযাত্রা শেষে উপজেলা কনফারেন্স রুমে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মো: সিদ্দিকুর রহমান পাটোয়ারী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন ।
এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু হানিফ মিয়া’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পি কে এম আবদুল বারী, বীর মুক্তিযোদ্ধা মো: জাবেদ আলী প্রমুখ।