স্টাফ রিপোর্টার:
বন্দরে বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন এর মদনগঞ্জ শাখার কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় বন্দর মদনগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন এ কার্যালয় উদ্বোধন উপলক্ষে মিলাদ,মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভূক্ত এ শাখার উদ্বোধন করেন বাংলাদেশ আন্তঃ জিলা ট্রাক চালক ইউনিয়ন এর মদনগঞ্জ শাখার সভাপতি মোঃ আসাদুজ্জামান খোকন। আসাদুজ্জামান ছাড়াও উদ্বোধন পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন,সংগঠনের মদনগঞ্জ শাখার সাধারন সম্পাদক সোহেল রানা ,সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল ,সহ-সভাপতি মোঃ তুহিন। এসময় আশ পাশের এলাকার পঞ্চায়েত কমিটির সদস্যবৃন্দসহ উপস্থিত ছিলেন,মোঃ মিঠুন,মোঃ রোমান (১), মোঃ রোমান (২),লিপ্পু আহমেদ ,রাসেদ মন্ডল,স্বপন মিয়া, সরকার জুয়েল ,ডেনী,মোঃ ফারুক ,রাসেল মিয়া ,মোঃ তুয়েল ,পিচ্ছি মনির, মোঃ রাকিব প্রমূখ।