স্টাফ রিপোর্টার:
বন্দরে আগামী ১৪জুলাই জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে থানার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত ও বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইনচার্জ ডা.আব্দুল কাদির। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা শাহ মোঃ নুর,বন্দর থানা সেকেন্ড অফিসার ফরিদ উদ্দিন। এসময় আরোও উপস্থিত বন্দর আবাসিক মেডিকেল অফিসার ডা.মাহাবুব আলম,ডা.ওয়াহিদা রহমান,বন্দর প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাসির উদ্দিন,বন্দর উপজেলা মসজিদের ইমাম মফিজুল ইসলাম, উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ আরো অনেকে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পিন্টু বেপারী বলেন,আজকের শিশুরা দেশের ভবিষ্যৎ কারিগর। তারা বেড়ে উঠলেই সমৃদ্ধ হবে জাতি। তাই আমাদের উদ্দেশ্য হচ্ছে ৬মাস হতে ৫ বছরের নিচে সকল শিশুকে ভিটামিন এ+ ক্যাম্পেইন নিশ্চিত করা। কারন সুস্থতা মানুষের সকল সুখের মুল।