স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের বন্দরে হালিম(২৮)নামে এক ছিঁচকে চোরকে গণধোলাই দিয়েছে জনতা। গত শনিবার রাতে এ মদনপুর ঘটনাটি ঘটে। এদিকে ছিঁচকে চোরের এ ঘটনাকে পূঁজি করে স্থানীয় একটি চক্র মরিয়া হয়ে উঠেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়,জাঙ্গাল এলাকার আলী মিয়ার পুত্র ছিঁচকে চোর হালিম বিগত ১৫দিন পূর্বে কামতাল মালিভিটা গ্রামের হাজী সফুরউদ্দিনের ছেলে ইমরান হোসেনের ব্যাটারী চালিত অটোরিকশা চুরি করে নিয়ে যায়। গত শনিবার মদনপুর এলাকায় চোর হালিম ফের অটোরিকশা চুরির চেষ্টা করলে অটোরিকশা মালিক তাকে বাঁধা দেয় এ সময় হালিম ও তার সাঙ্গ পাঙ্গরা ইমরানকে মারপিটের জন্য উদ্যত হলে উপস্থিত জনতা চোর হালিমকে গণধোলাই দিয়ে ছেড়ে দেয়। চোর হালিম বিগত ৩ মাস আগে জাঙ্গাল এলাকার আলী আকবর মিয়ার ছেলে তোবাল মিয়ার রিকশা চুরি করে নিয়ে বিক্রি করে দেয়। এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে,জনৈক অটোরিকশা মালিক জানান,হালিম একজন পেশাদার চোর। কতিপয় বিশেষ পেশাধারীদের শেল্টারে সে এসব রিকশা চুরিসহ মাদক ব্যবসা চালিয়ে আসছে। চোরের একটি সিন্ডিকেট করে তাদেরকে দিয়ে বিভিন্ন স্থান থেকে রিকশা চুরি করায় পরে রফাদফার নামে নিরীহ রিকশা মালিকদের জিম্মি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। শনিবার রিকশা চুরির দায়ে এলাকাবাসী চোর হালিমকে গণধোলাই দেয় অথচ একটি চক্র চোরের পক্ষে অবস্থান করে রিকশা মালিক ইমরান ও তার পরিবারকে হয়রানির পাঁয়তারা চালাচ্ছে। এলাকাবাসীর দাবি,চোর হালিম ও তার শেল্টারদাতাদের শনাক্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে আশু কার্যকরি পদক্ষেপ নেয়া হোক। অন্যথায় যে কোন মুহুর্তে এলাকাবাসী চোর সিন্ডিকেটের বিরুদ্ধে ফুঁসে উঠতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন