কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী সরকারি ডিগ্রি কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
বুধবার (১৯ জুন) সকাল ১১ টায় ভূরুঙ্গামারী সরকারি ডিগ্রি কলেজ মাঠে এস.এস.সি ব্যাচ ২০০৭ সালের প্রাক্তন শিক্ষার্থীরা এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন।
এস.এস.সি ব্যাচ ২০০৭ সালের প্রাক্তন ছাত্রছাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে পুরো শিক্ষাঙ্গন। সকল শিক্ষার্থীরা একই পোশাকে সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে প্রোগ্রাম শুরু করেন। প্রোগ্রামের কোন কিছুতে কমতি ছিল না আনন্দ র্যালি, আতশবাজি ফোটানো, বিভিন্ন খেলা ধুলার আয়োজন, লোটারী, ব্যান্ড পার্টি, প্রোগ্রামে অংশগ্রহণকারী সকলের জন্য নাস্তা ও দুপুরে খাবারের আয়োজন করা হয়।
প্রোগ্রাম শুরু করার পর কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো কলেজ মাঠ। ২০০৭ সালের ব্যাচ নিয়ে অনুষ্ঠিত ঈদ পূর্ণমিলনীতে অংশগ্রহণকারী সকলকে সৌজন্যে পুরস্কারে পুরস্কৃত করা হয়।
সার্বিক সহযোগিতায় ছিলেন, মোঃ সেলিম মাহমুদ, মোঃ বায়জিদ, মোঃ রুবেল হোসেন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ জাহিদুল ইসলামসহ আরো অনেককেই ২০০৭ সালের এস.এস.সি ব্যাচের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।