আব্দুল সাত্তার চট্টগ্রাম
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো.রেজাউল করিম চৌধুরী বলেন, বর্তমান সরকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পিছিয়ে পড়া জনগোষ্টির জন্য কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতা অনুসরন করে আমরাও কর্পোরেশনের পক্ষ থেকে হরিজন সম্প্রদায়ের সেবকদের সকল আচার-অনুষ্ঠানে সহযোগিতা করে যাচ্ছি কারন এই সম্প্রদায়ের লোকজন নগরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের পরিশ্রমের কারনে নগরবাসী নির্মল সকাল পাচ্ছেন। নগরীকে পরিবেশ বান্ধব রাখতে তাদের অবদানকে কোনভাবে খাটো করে দেখার উপায় নেই।তিনি আরো বলেন, নগরীকে যারা পরিস্কার-পরিচ্ছন্ন রাখেন তাদের জীবনধারাও একই রকম হতে হবে। তাই তাদের জন্য বহুতল আবাসিক ভবন করার পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। আজ বুধবার রাতে ঝাউতলাস্থ সেবক কলোনীতে বহুতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন ও৷ শ্রী শ্রী শালগ্রাম মন্দির ও শালগ্রাম সমাজ কলযাণ সেবা সংঘের এক বছর পুর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে শালগ্রাম সেবক কলোনির প্রধান সর্দ্দার প্রেম লাল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন ।এতে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক হাজী সাহাবুদ্দিন প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক,তত্বাবধায়ক প্রকৌশলী মনিরুল হুদা,নির্বাহী প্রকৌশল ফারজানা মুক্তা, কনসালটেন্ট রিপন তালুকদার,আর্কিটেক্ট পান্থ সাহা।শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজ কল্যাণ সেবা সংঘের সভাপতি হরিরাম দাশ লালা,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা বাদল চন্দ্র দাশ,আওয়ামী লীগ নেতা ইকবাল আহমে ইমু, কাশেম কনস্ট্রাকশন এর প্রতিনিধি মোহাম্মদ কাশেম। এছাড়াও এতে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আরমান দাশ,সুনীল দাশ মেরো। মেয়র আরও বলেন, সেবকরা যাতে নিরাপদে তাদের পরিবার পরিজন নিয়ে বসবাস করতে পারে সেজন্য চসিকের উদ্যোগে নগরের ৪টি সেবক কলোনীতে ৬টি বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী হরিজন সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে নিজে প্রতিটি ফ্ল্যাটে প্রার্থণালয়, রিডিং কর্ণারসহ ভবন নির্মাণের জন্য নির্দেশনা দেন।প্রথম তলা থেকে ষোল তলা ভীত বিশিষ্ট ১৪ তলা ভবনের ৬৫০ বর্গফুট সাইজের ১৫০টি ফ্যালেট থাকবে।এতে ব্যয় হবে প্রায় ৩৪ কোটি টাকা।