জামালপুর প্রতিনিধি ॥
দেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর প্রেসক্লাবের আয়োজনে সোমবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় স্বাগত বক্তব্য রাখেন কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মোস্তফা মনজু। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি লুৎফর রহমান, বাংলাভিশনের জেলা প্রতিনিধি জাহিদ হাবিব, নিউজটুয়েন্টিফোর ও সমকাল প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু, বার্তা সংস্থা ইউএনবির জেলা প্রতিনিধি মো. বজলুর রহমান প্রমুখ। জামালপুর প্রেসক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, ক্যামেরা পারসন ও ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বাংলাদেশের শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে অর্থনীতির চাকা সচল রেখে চলেছে। বসুন্ধরা গ্রুপের আওতাধীন কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিনসহ বেশ কয়েকটি মিডিয়া প্রতিষ্ঠান গণমানুষের কণ্ঠস্বর হিসেবে সবসময় পাশে থাকছে। প্রতিষ্ঠানটি বহু মানুষের কর্মস্থানের সৃষ্টিসহ দেশ ও মানুষের কল্যাণে কাজ করছে। সারাবিশ্বে এই প্রতিষ্ঠানের ব্যাপক সুনাম রয়েছে। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর বিশ্বের সেরা উদ্যোক্তাদের মধ্যে অন্যতম। একটি কুচক্রিমহল বসুন্ধরা গ্রুপের এমডিকে বারবার হত্যার চেষ্টাসহ এই প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহানকে হত্যাচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাকে হত্যার পরিকল্পনাকারী পটিয়ার সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরী এবং তার ছেলে নাজমুল করিম ওরফে শারুন চৌধুরীকে গ্রেপ্তারসহ হত্যাচেষ্টায় জড়িত সাইফুল ইসলাম সাদের ফাঁসির দাবি জানান বক্তারা।