কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে ২৭ নভেম্বর রোববার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এক মানববন্ধন কর্মসূচি এবং শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১৯ এ বর্ণিত জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তি এবং বর্তমানে কয়লা সংকট সমাধানের জন্য এ মানববন্ধন কর্মসূচি পালন এবং কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা, মুখপাত্র আলহাজ্ব মোঃ লুৎফর রহমান বকসী, ইটভাটা মালিক বিশিষ্ট কলামিষ্ট আব্দুল হাই রঞ্জু, ইটভাটা মালিক মোঃ শাহজাহান মিয়া, আহসানুল ইসলাম রিটু সহ ১শ ২০টি ইট ভাটার মালিক প্রতিনিধিগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *