মো: নাজমুল হুদা মানিক ॥
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ৪ জানুয়ারী দুপুর ২টায় ময়মনসিংহের কৃষ্ণচুড়া চত্বরে ছাত্রলীগের সহযোদ্ধা পুর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোহাম্মদ আল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গনপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারন সম্পাদক হুমায়ুন কবির এর পরিচালনায় সহযোদ্ধা পুর্নমিলনী উদ্বোধন করবেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলহাজ¦ কে. এম. খালিদ বাবু এমপি। প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্রলীগ বৃহত্তর ময়মনসিংহ জেলা শাখার সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এডভোকেট মোসলেম উদ্দিন এমপি, আলহাজ¦ রুহুল আমিন মাদানী এমপি, আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি, ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, জুয়েল আরেং এমপি, আলহাজ¦ কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি, মনিরা সুলতানা মনি এমপি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ এহতেশামুল আলম, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহিত উর রহমান শান্ত, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আ. খ. ম শামসুল আলম, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম এ কুদ্দুছ, সাবেক সভাপতি আহম্মেদ আলী আকন্দ, সাবেক সাধারন সম্পাদক শওকত জাহান মুকুল, সাবেক সভাপতি অ্যাডভোকেট এ. বি. এম. নুরুজ্জামান খোকন, সাবেক সাধারন সম্পাদক আলহাজ¦ রেজাউল হাসান বাবু, সাবেক সভাপতি আশিষ কুমার নন্দী, সাবেক সাধারন সম্পাদক আনোয়ারুল হক রিপন, সাবেক সভাপতি শরীফ হাসান অনু, সাবেক সাধারন সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, সাবেক সভাপতি তাজ উদ্দিন আহমেদ রানা, সাবেক সাধারন সম্পাদক এ বি এম আক্তারুজ্জামান রবিন, সাবেক সভাপতি মো: জসিম উদ্দিন, সাবেক সভাপতি রাকিবুল ইসলাম রকিব, সাবেক সাধারন সম্পাদক সরকার মো: সব্যসাচী প্রমুখ। ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আল আমিন ও সাধারন সম্পাদক মো: হুমায়ুন কবির জানান, বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরন করছি ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সর্বপ্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক আজগর আলী পাঠান, সাবেক সাধারন সম্পাদক বাবু স্বপন সরকার, সাবেক সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম তারা, সাবেক সাধারন সম্পাদক অমল সরকার, সাবেক সভাপতি সারোয়ারুল আলম নোমান সহ প্রয়াত সাবেক সকল ছাত্রলীগের নেতাকর্মীদেরকে। নেতৃবৃন্দ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সফল করতে সকলের অংশ গ্রহন ও সার্বিক সহযোগিতা কামনা করেন।