লালমনিরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ সরকার যুব ও ক্রীড়া মন্ত্রনালয়, জাতীয় ক্রীড়া পরিষদ এর আওতাধীন জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ জুজুৎসু (মার্শাল-আর্ট) এসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার উক্ত প্রোগ্রামের উদ্বোধন করেন এশিয়া মহাদেশের একমাত্র পিএইচডি মার্শাল-আর্ট ডিগ্রিধারী,বাংলাদেশ (জুজুৎসু এসোসিয়েশন) এর সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম নিউটন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু আাহাদ খন্দকার লেলিন।
অনুষ্ঠানে, লালমনিরহাট কারাতে একাডেমীর প্রধান প্রশিক্ষক ও বাংলাদেশ ( জুজুৎসু এসোসিয়েশন) এর প্রশিক্ষক আবু আশকর সিদ্দিক পরশ এর হাতে লালমনিরহাট জেলা শাখার দায়িত্ব অর্পণ করা হয়।