খালিদ আহমেদ রাজা

বাংলাদেশ থিয়েটার এর ৩৪ বছর পূর্তিতে অনুষ্ঠান ও নাটক ‘সী-মোরগ’ মঞ্চস্থ হবে আজ। নাট্যকার আসাদুল্লাহ ফারাজী রচিত, হুমায়ুন কবির হিমু নির্দেশিত, বাংলাদেশ থিয়েটারের ষষ্ঠ প্রযোজিত দর্শক নন্দিত ব্যতিক্রমী হাসির নাটক ‘সী-মোরগ’-এর ২৯০ তম প্রদর্শনী হবে সন্ধ্যায়, ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ।

জীবনের কোলাহলে তিন স্ত্রী, চার চাকর আর প্রাণপ্রিয় ‘সী-মোরগ’ নিয়ে একরকম সুখের আবহে জীবন কাটাচ্ছিলেন জোতদার শিকদার। জলের নিম্নগামিতার মতো নিম্ন বয়সী স্ত্রীর প্রতি তার অধিক ভালবাসা, চাকরদের পিঠে কাজের বোঝা চাপিয়ে দেয়া তার মনিবনা আর হৃষ্টপুষ্ট সী মোরগের ঝুটি-পালক ছুঁয়ে সৌন্দর্যের অনুরাগ প্রকাশ তার উপার্জিত সম্পদের প্রতি সম্মাননা। তথাপি পিতা-মাতার ভালবাসার অর্থপূর্ণতায় তার জন্ম হলেও বিয়ের মাত্র এক মাসের মাথায় বাবার মৃত্যু যেমন লোক সমাজে তাকে প্রশ্নবাণে জর্জরিত করে তেমনি হঠাৎ সী-মোরগের নিরুদ্দশায় পাগলা বাবার কুমন্ত্রণা তাকে প্রতিটি সম্পর্কের ব্যাপারে শঙ্কিত করে তোলে। স্ত্রীদের প্রতি তার অবহেলাকে বড় না করে দেখে, সে ভাবে স্ত্রীরা বুঝি অন্য কোথাও আসক্ত। চাকররা ‘সী মোরগ’ খুঁজে না পেলে, সে ভাবে চাকররাই বুঝি মোরগটাকে খেয়েছে বুভুক্ষের মতো। কুড়ি- পাড়ার এক হিন্দু বাড়ির পাশে মোরগের পশম পেয়ে ঐ হিন্দু বাড়ির দুই ভাইয়ের সহায়-সম্পত্তি হাতিয়ে নিতে সে উন্মত্ত, এসব নিয়েই নাটকটির গল্প । নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রফিক উল্যাহ,মাসুদা খান,সুমি,ফিরোজ খান, আজিজ রেজা, ইমন খান, আখতার, রাজা, রনি আক্তার, মজিবুর রহমান বাবু, রাতুল, মোস্তাফিজ,তানভীর,খালিদ মাহমুদ সাওন, দর্পন, সৈকত, প্রদীপ কুমার ঘোষ ও খন্দকার শাহ্ আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *