মো: নাজমুল হুদা মানিক ॥
বাংলাদেশ মানবাধিকার সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ১০ ডিসেম্বর সকাল ১১ টায় নগরীর চরপাড়া এলাকায় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মানবাধিকার সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি স্বপ্না খন্দকারের নেতৃত্বে ও সভাপতিত্বে বর্ণাঢ্য র্যালি শেষে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সংগ্রামী সহ-সভাপতি ও বঙ্গবন্ধু শিশু একাডেমী ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যাপক দিলরুবা সরমিন, বাংলাদেশ মানবাধিকার সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি স্বপ্না খন্দকার, ময়মনসিংহ মহানগর ১৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আতিকুল ইসলাম মাসুম প্রমুখ। বাংলাদেশ মানবাধিকার সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সাধারন সম্পাদক কাজী বাবু এর সঞ্চালনায় নির্বাহী সদস্য মনোয়ার হীরা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সোবাহান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা চৌধুরী, দপ্তর সম্পাদক একেএম ফজলুল হক, মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা খাতুন, সহ-ত্রানও ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক ঝুমা আক্তার এবং সিনিয়র নির্বাহী সদস্য আবুল কালাম রাসেল সংগঠনের অনেকেই বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অংশগ্রহণ করেন।